খাগড়াছড়ি জেলার প্রধান দর্শনীয় স্থান হল আলুটিলা। পাশাপাশি রিসাং ঝর্ণা, তারেং, হেরিটেজ পার্ক,, হর্টিকালচার পার্ক, রামগড় চা বাগান, মায়াকানন, অরণ্য কুটির, মায়াবিনী লেক, মং রাজবাড়ি, ডিসি পার্ক প্রভৃতি।
ঢাকা, চট্টগ্রাম এবং রাঙ্গামাটি থেকে বাসযোগে খাগড়াছড়ি যাওয়া যায়। চাইলে ব্যক্তিগত গাড়িও ব্যবহার করতে পারেন। ঢাকা এবং চট্টগ্রাম থেকে এসি এবং নন-এসি বাস রয়েছে।
অন্য যে কোনো শহরের ভ্রমণ খরচের তুলনায় খাগড়াছড়িতে বেড়ানোর ভ্রমণ খরচ নিতান্তই কম। এখানে থাকা, খাওয়া এবং ঘুরাঘুরির খরচ উৎসুক ভ্রমণপিপাসুদের হাতের নাগালে।
দেশের তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি অন্যতম নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এর পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকদের হাতছানি। যোগাযোগ ব্যবস্থাও দারুণ।